আমরা যারা বাংলা কম্পিউটিং করতে আগ্রহী তাদের কাছে ফ্রন্ট মুল বিষয় ।বাংলায় অনেক ফ্রন্ট বিনামূল্যে পাওয়া যায় তবে তা কি নিজের মতো কিংবা নিজে হাতের লেখার মতো হবে ? আমার মতো দেখতে যেমন কেউ নাই পৃথিবীতে তেমনি আমার হাতের লেখাও কারো সাথে মিলবে না ।যদি এমন হয় আমার হাতের লেখা অক্ষর গুলো কীবোর্ডের মাধ্যমে লেখা যায় তো মন্দ হতোনা।ফ্রন্ট তৈরী করার সফট টি আপনাকে সে সুযোগ করে দিবে ।এখানে কিলি্ক সফটি নামানো যাবে।আপনাকে প্রথমে কীবোর্ড লে-আউট তৈরী করতে হবে তারপর আপনার অক্ষর গুলো ডিজাইন করে সফটে ইনপুট করুন এবং মার্জিত ভাবে আপনার ডিজাইন করা অক্ষর গুলো আপনার কীবো্র্ড এর লে-আউট অনুসারে বসান আর যদি ইচ্ছে করেন আপনার হাতের লেখাগুলো scanner সাহায্য scan করে ইনপুট করতে পারেন কিংবা বিভিন্ন ছবি তৈরী করা সফট ও ব্যবহার করে আপনার অক্ষর গুলো ডিজাইন করতে পারেন।আপনার তৈরী ফ্রণ্ট বাংলা অক্ষর গুলো কে আরো সহজ ও সুন্দর করবে ।সফটটি কী জন্য এখানে কিল্কি করুন।
Subscribe to:
Post Comments (Atom)
Hacking post
ডেস্কটপে আগুন লাগিয়ে দিন ! আজ আমি আপনাদের সাথে মজার একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ডেস্কটপ এর ফুল্ডার ...

-
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা কম-বেশী সবাই PDF ফাইল পড়ে থাকি। এবং পড়ার জন্য বেশীর ভাগ ক্ষেত্রে Adobe এর Acrobate Reader ব্যবহার কর...
-
সৌর বিপ্লবের কথা আমরা বেশ কিছু বছর যাবৎ শুনে আসছি, যার মূল মন্ত্র হল - এমন একদিন আসবে যখন আমরা বিনা খরচে বিদ্যুৎ ব্যবহার করব। এই বিদ্যুতের...
-
রিমোট কম্পিউটার নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে। এর মধ্যে ভিএনসি, টিমভিউয়ার , রিমোট ডেক্সটপ কানেকশন , লগমিইন ইত্যাদি। তবে এমনই...
No comments:
Post a Comment