Sunday, 8 July 2012

গুগল ম্যাপস বা আর্থের আপডেটের নোটিফিকেশন পাওয়া

নিজ এলাকা বা পছন্দের এলাকার ছবি (স্যাটলাইট ভিউ) যখন গুগল ম্যাপস বা আর্থে আপডেটে হয় এবং তার নোটিফিকেশন মেইলের মাধ্যমে যদি জানতে পাওয়া যায় তাহলে নতুন ছবি জন্য গুগল ম্যাপস বা আর্থে আপডেট দেখতে যেতে হবে না। যখনই মেইল আসবে তখন নতুন ছবি গুগল ম্যাপস বা আর্থে গিয়ে দেখা যাবে। বিভিন্ন স্থান ভেদে গুগল প্রতি মাসে এমনকি বছরে স্যাটলাইট ছবি আপডেট করে। গুগল ম্যাপ বা আর্থের আপডেটের নোটিফিকেশন পাওয়াও অ্যাপসটি হচ্ছে followyourworld।
Google Map
এজন্য https://followyourworld.appspot.com সাইটে গিয়ে Login and Add a Point বাটনে ক্লিক কর্বন এবং গুগল অ্যাকাউন্ট দ্বারা লগইন কর্বন।
এবার নিজের এলাকা বা পছন্দের এলাকা খুঁজে বেড় কর্বন। এখানে তিন ভাবে নির্দিষ্ট এলাকা পাওয়া যাবে। প্রথমত এলাকার নাম খুঁজে, দ্বিতীয়ত ম্যাপস ড্রাগ করে এবং তৃতীয়ত অৰাংশ ও দ্রাঘিমাংশ লিখে।
নির্দিষ্ট এলাবা খুঁজে Submit বাটনে ক্লিক করে সাবমিট কর্বন। তাহলে উক্ত এলাকা ছবি যখনই যতবারই আপডেট হবে তার নোটিফিকেশন আপনার মেইলে চলে আসবে।
পরবর্তীতে কোন এলাকার নোটিফিকেশন বন্ধ করতে বা মুছে ফেলতে চাইলে Dashboard এ গিয়ে করা যাবে।

No comments:

Post a Comment

Hacking post

ডেস্কটপে আগুন লাগিয়ে দিন ! আজ আমি আপনাদের সাথে মজার একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ডেস্কটপ এর ফুল্ডার ...