Sunday, 8 July 2012

কোন্ কোন্ সফটওয়্যার ইন্টারনেট ব্যবহার করছে তা দেখা



উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোন্ কোন্ সফটওয়্যার ইন্টারনেট ব্যবহার করছে তা জানা থাকলে উক্ত সফটওয়্যার বন্ধ করে দেওয়া যায়। অনেক সময় লুকায়িত সফটওয়্যার যা ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে তা কম্পিউটারের জন্য ক্ষতিকারক হতে পারে। এসব দেখার এমনই একটি সফটওয়ার হচ্ছে কারপোর্টস।
কারপোর্টস সফটওয়্যারটি দ্বারা ইন্টারনেট সংযোগ দেখার পাশাপাশি কোন কোন TCP/IP এবং UDP পোর্ট ব্যবহৃত হচ্ছে তাও দেখা যায় এবং সফটওয়্যারটির প্রোসের বন্ধ করে দেওয়া যায়। এর সাথে নাম, পাথ, ভার্সন, প্রোসেস তৈরীর সময় এবং ব্যবহারকারীর নাম দেখা যাবে। কারপোর্ট সফটওয়্যারটি বিনামূল্যে www.nirsoft.net/utils/cports.html থেকে ডাউনলোড করা যাবে।

No comments:

Post a Comment

Hacking post

ডেস্কটপে আগুন লাগিয়ে দিন ! আজ আমি আপনাদের সাথে মজার একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ডেস্কটপ এর ফুল্ডার ...