Saturday, 28 July 2012

ডেস্কটপে আগুন লাগিয়ে দিন !

আজ আমি আপনাদের সাথে মজার একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ডেস্কটপ এর ফুল্ডার এ  আগুন লাগিএ দেন।

 ভয় এর কোন কারন নেই। এটা একটি মজার সফটওয়্যার।)

 File size 1.41


Tuesday, 10 July 2012

পাসওয়ার্ড দেখার সফটওয়্যার

বিভিন্ন সফটওয়্যারে বা অনলাইনে আমরা যে পাসওয়ার্ড দিয়ে থাকি তা স্টার (*) বা ● হিসাবে দেখা যায়। ফলে আপনার টাইপ করা পাসওয়ার্ডের লেখা (টেক্সট) দেখা যায় না। কোন কারণে আপনি যদি পাসওয়ার্ড দেখতে চান তাহলে পাসওয়ার্ড ভিউয়ার সফটওয়্যারের সাহায্যে দেখতে পারেন। ১১৩ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি
http://www.ziddu.com/download/19889144/password-viewer.zip.htmlথেকে ডাউনলোড করা যাবে। এবার জিপ ফাইলটি আনজিপ করে PwViewer রান করে হাতের উপরে মাউস ধরে উপরের টারগেটটি যেকোন পাসওয়ার্ডের উপরে নিয়ে গেলে পাসওয়ার্ডির লেখা (টেক্সট) দেখাবে।

ইচ্ছে মত বদলে ফেলুন আপনার ড্রাইভের আইকন

ড্রাইভের আইকন চেঞ্জ করার জন্য প্রয়োজন Autorun.inf ফাইল এবং আপনার পছন্দ মত একটি আইকন।
ধরুন আপনার আইকনটির নাম MY ICON
এবার Autorun.inf ফাইল তৈরি করার জন্য একটি নোটপ্যাড খুলে নিচের সংকেত গুলো লিখুন এবং Autorun.inf নামে সেভ করুন।
[autorun]
ICON=MY ICON.ico
***********************

দেখবেন Autorun.inf ফাইল তৈরি হয়েগেছে।
এবার আপনার পছন্দের আইকন এবং autorun ফাইলটি আপনার পছন্দের ড্রাইভে পেষ্ট করুন।
ফাইল দুটি হিভেন করে কম্পিউটার রিস্টাট করলে দেখবেন আপনার ড্রাইভের আইকন চেঞ্জ হয়েগেছে।
এভাবে আপনার সব ড্রাইভের আইকন ইচ্ছে মত চেঞ্জ করতে পারেন।


ইউটিউব থেকে উচ্চমানের ভিডিও ডাউনলোড করুন

ভিডিও শেয়ারিং সাইটগুলো এখন বেশ জনপ্রিয়। এর মধ্যে গুগলের ইউটিউব থেকে ভিডিও আপলোড এবং ডাউনলোড হয় সবচেয়ে বেশী। কিন্তু অনলাইনের এই সব ভিডিওগুলো ফ্লাশ বেসড হওয়াতে এগুলোর বেজুলেশন বেশী থাকে না ফলে পর্দাজুড়ে দেখলে ভাল দেখায় না। আবার অন্য ফরম্যাটে কনভার্ট করলেও একই অবস্থা থাকে। সাধারণত ইউটিউব থেকে যে ভিডিওগুলো ডাউনলোড করি সেগুলো 320×240 রেজুলেশনের হয়ে থাকে। কিন্তু আপনি নতুন ভিডিও ডাউনলোড করতে চান তাহলে তা আরো উচ্চ রেজুলেশনে ডাউনলোড করতে পারেন। আপনি যদি http://youtube.com/watch?v=E2s14T6×5AM ঠিকানার ভিডিও ডাউনলোড করেন তাহলে তা 320×240 রেজুলেশনে ডাউনলোড হবে। আর উপরোক্ত ভিডিওএর ঠিকানার শেষে &fmt=6 যুক্ত করে ডাউনলোড করলে তা 448×336 রেজুলেশনে ডাউনলোড হবে। আর যদি শেষে &fmt=18 যুক্ত করে ডাউনলোড করলে তা 480×360 রেজুলেশনে ডাউনলোড হবে। উচ্চ রেজুলেশনে ভিডিও ডাউনলোড পুরাতন ভিডিওর ক্ষেত্রে নাও হতে পারে তবে নতুন আপলোড করা ভিডিও এভাবে উচ্চ রেজুলেশন ডাউনলোড হবে।

*মোবাইলের সিকিউরিটি কোড উদ্ধার করুন

আমরা অনেক সময় মোবাইলের ডিফল্ট সিকিউরিটি কোড পরিবর্তন করে ফেলি কিন্তু যদি পাসওয়ার্ড ভুলে যাই তখন ফ্লাশ দেয়া ছাড়া আর কোন উপায় থাকে না। যারা এ ধরনের সমস্যায় পড়েছেন তারা Security Code Reader নামের সফটওয়্যারটি ডাউনলোড করুন
এখান থেকে
এবার সেটআপ করে সফটওয়্যারটি ওপেন করুন
এবার com/usb cable এর মাধ্যমে connect করুন
connection type নির্বাচন করুন
phone type নির্বাচন করুন
এবার read বাটনে ক্লিক করুন
এবার দেখুন আপনার সিকিউরিটি কোড show করছে.Download link

http://www.ziddu.com/download/19888974/Setup3.exe.html

*এসএমএস ফ্রী

অনেকদিন ধরেই ওয়েব সাইটে ফ্রি sms দেবার সাইট খুজতেছিলাম কিন্তু যেখানেই যাই তারা কোন না কোন শর্ত দেয় বা তার তালিকায় অভাগা বাংলাদেশ আর থাকেনা,কিন্তু আমি যে সাইট এর কথা বলবো তাহা ফ্রি এবং বাংলাদেশে sms যায়। আমি করেছি। ইহা খুবই কার্যকর। গ্রামীনফোনে ভালো যায়। sms করে দেখতে পারেন। link
http://www.5-sms.de/
http://www.just-sms.eu/

Sunday, 8 July 2012

সহজে PDF ফাইল পড়ুন

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা কম-বেশী সবাই PDF ফাইল পড়ে থাকি। এবং পড়ার জন্য বেশীর ভাগ ক্ষেত্রে Adobe এর Acrobate Reader ব্যবহার করে থাকি। কিন্তু এই সফটওয়ারটি খুব ভারী, লোড হতে অনেক সময় নেয়। বিশেষ করে যারা লো-কনফিগার পিসি ব্যবহার করে তাদের জন্য এটা বিরক্তির কারন হয়ে দাড়ায়। এই সমস্যা সমাধানের জন্য একটি ভালো সফটওয়ার আছে, যা মাত্র 3.8 MB এবং লোড হতে খুবই কম সময় নেয়। সফটওয়ারটির নাম Foxit PDF Reader. নিচে সফটওয়ারটির লিণ্ক দেয়া হোল http://www.foxitsoftware.com/ আপনারা এই সফটওয়ারটি ব্যবহার করে দেখুন।

Hacking post

ডেস্কটপে আগুন লাগিয়ে দিন ! আজ আমি আপনাদের সাথে মজার একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ডেস্কটপ এর ফুল্ডার ...